সাদা রং মানুষের মনে অন্য এক আবেশের জন্ম দেয়। এই রং স্নিগ্ধতার প্রতীক। পবিত্রতার প্রতীক। সাদা রংয়ের পোশাক অনেকের খুব প্রিয়। কিন্তু সমস্যা একটাই । সাদাটা বেশিদিন সাদা থাকে না। যত সময় যায় ধীরে ধীরে হলুদ হতে থাকে। সাদা পোশাক সাদা ও উজ্জ্বল রাখার কয়েকটি টিপস অনুসরণের পরামর্শ দিয়েছে রিডার্স ডাইজেস্ট পত্রিকা। আসুন জেনে নিই টিপসগুলো:
১. সাদা পোশাকে চা, টমেটো কেচাপ বা তরকারির ঝোল লাগলে তা দ্রুত ধুয়ে ফেলুন। ধুতে দেরি করলে দাগ বসে যাবে। তখন দাগ তোলা সহজ হবে না।
২. সাদা কাপড়ের সঙ্গে অন্য রঙের পোশাক ধোবেন না। এতে অন্য রঙের কাপড় থেকে সাদা কাপড়ে রং লাগার আশঙ্কা থাকে।
৩. সাদা কাপড় ধোয়ার সময় এমন গুড়ো সাবান ব্যবহার করুন যাতে ব্লিচ থাকে। ব্লিচ সাদা কাপড়ের গভীরে থাকা ময়লা খুব সহজেই অপসারণ করবে।
৪. সাদা কাপড় ধুতে গরম পানি ব্যবহার করুন। এতে সহজে কাপড় পরিষ্কার হয়।
৫. ওয়াশিং মেশিনে সাদা কাপড় ধোয়ার সময় বেশি কাপড় দিয়ে বোঝাই করবেন না। এতে কোনো কাপড়ই ভালোভাবে পরিষ্কার হবে না।
৭. অতিরিক্ত গুড়ো সাবান দেবেন না। এতে কাপড়ের রং বিবর্ণ হয়ে যাবে।
৬. আলমারি বা ওয়ার্ডরোবে সাদা পোশাক বেশ কিছুদিন থাকলে হালকা হলদে দাগ পড়ে যায়। কাপড় থেকে এই দাগ তুলতে ভালো করে ধুয়ে কড়া রোদে উল্টো করে শুকোতে দিন। এভাবেই দূর হবে কাপড়ের হলদেটে ভাব।